Saturday, April 20, 2024

মণিরামপুরে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২০২৩ অর্থ বছরের প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ, রাসায়নিক সার, পাটের বীজ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনাতায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতু রাজ সরকার, উপজেলা কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, জেলা পাট সমিতির সদস্য মুক্তিযুদ্ধা হেরমত আলী, উপজেলা পাট সমিতির সভাপতি বপন কুমার তপন প্রমুখ।

এ সময় প্রান্তিক ধান চাষিদের মাঝে উপজেলা কৃষি অফিস বিনামূল্যে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি টিএসপি, ১০ কেজি পটাসসহ ৪ হাজার ২শ’ বীজ ধান ও ১ কেজি করে ৪ হাজার ৩শ’ পাট বীজ এছাড়ও উপজেলা পাট অফিস থেকে ১ কেজি করে ৩ হাজার পাট বীজ বিতরণ করেন।

আর কে-০৯

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত