Friday, April 19, 2024

চৌগাছার পাইলট স্কুলের দুই সদস্য প্রার্থীর সন্তান অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের চৌগাছার ছারা পাইলট বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে দুই অভিভাবক সদস্য প্রার্থীর সন্তান অন্য বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী বলে অভিযোগ করেছেন অন্য দুই অভিভাবক সদস্য প্রার্থী। তারা উভয়েই এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে অভিভাবক সদস্য প্রার্থী আহাদুল ইসলাম নজরুল এবং শফিকুর রহমান সেন্টু মৃধা বলেন, অভিভাবক সদস্য প্রার্থী শাহিনুর রহমানের সন্তান মুরসালিন আহমেদ এবং রুহুল আমিনের সন্তান জান্নাতুল রাফি উভয়েই চৌগাছার রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের নিয়মিত ছাত্র/ছাত্রী। বর্তমানে জান্নাতুল রাফি রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণিতে ‘ক’ শাখায় অধ্যয়ণরত, যার রোল নং-১৭ এবং মুরসালিন আহমেদ একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ‘খ’ শাখায় অধ্যায়ণরত, যার রোল নং-১২।

এমতাবস্থায় উল্লিখিত শাহিনুর রহমান ও মোঃ রুহুল আমিন চৌগাছা ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোটর তালিকায় না অন্তর্ভূক্ত করেছেন, যা বৈধ নয়। যেহেতু তাদের সন্তানদ্বয় অন্য স্কুলের ছাত্র/ছাত্রী সেহেতু তারা ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোটার হবার যোগ্য নয়। তাছাড়া একই ছাত্র/ছাত্রী একই সময়ে দুটি প্রতিষ্ঠানে অধ্যায়ণ করতে পারেনা। এমতাবস্থায় বিষয়টি তদন্ত পূর্বক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন তারা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুলটির ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার আবুল কালাম মোঃ রফিকুজ্জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

রাতদিন সংবাদ/আর কে-২৪

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত