Tuesday, April 23, 2024

চৌগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসনিক সার কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজর রহমান বাবুল, উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম, তাপস ঘোষ, আমিনুর রহমান, উপসহকারী কৃষি অফিসার ও উন্নয়ন উপ -সহকার কৃষি অফিসার রাশেদুল ইসলাম, লিমন সরকার,বিশ্বজিৎ রায়, নাজমুল ইসলাম, মুক্তার হোসেন, সাইফুল ইসলামসহ ৪৭০০জন কৃষক।
অনুষ্ঠান শেষে বিতরণ করা হয় আউশ ধানের বীজ প্রতি কৃষক ৫ কেজি ও ডি ও পি সার ১০ কেজি, এম ও পি সার ১০ কেজি ২৯০০ জন কৃষকের বিতারণ করা হয়।
এছাড়াও পাটের বীজ ১৮০০ জন কৃষকের প্রতি ১,জন কৃষক ১ কেজি করে পাটের বীজ দেওয়া হয়েছে।
আর কে-১৩
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত