Friday, April 19, 2024

যশোর জেনারেল হাসপাতালে যুবলীগ নেতার হাতে নার্স লাঞ্ছিত

যুবলীগ নেতার হাতে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের আকলিমা খাতুন নামে এক সিনিয়র স্টাফ নার্স লাঞ্ছিত হয়েছেন। ২৬ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে করোনারি কেয়ার ইউনিটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সেবা কার্যক্রম বন্ধ রেখে ঘন্টাব্যাপী হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছে নার্সেস এসোসিয়েশন যশোর জেলা শাখা। রাত সাড়ে ৯ টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচ তলায় চিকিৎসাধীন অবস্থায় যশোর জেলা যুবলীগের এক নেতার স্বজনের মৃত্যু হয়। এরপর ওই যুবলীগ নেতা ওয়ার্ডে গিয়ে নার্সদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ সময় সেখানে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুন তাকে নিবৃত করতে আসলে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ খবর হাসপাতালে দ্রুত ছড়িয়ে পড়লে বিচারের দাবিতে নার্সরা সেবা  কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন-আর-রশিদ জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ওই যুবলীগ নেতা নার্স আকলিমার কাছে ক্ষমা চেয়েছেন।  এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
রাতদিন সংবাদ/আর কে-১৫

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত