Thursday, March 28, 2024

ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

- Advertisement -

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ যথাযথ মর্যদায় যশোরের ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষে পৌরসভা কার্যালয় ও ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

- Advertisement -

এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ।

রবিবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় স্থানীয় বিএম হাই স্কুল মাঠে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত সহ আরো অনেকে।

অপরদিকে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ ও র‌্যালী বের হয়। বিএম হাই স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানের পরে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রাঙ্গণে সকল শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না সহ আরো অনেকে।

আর কে-১৩

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত