Wednesday, April 24, 2024

মহান স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে রাতদিন নিউজের বিজ্ঞাপনে বিশেষ ছাড়

- Advertisement -

ব্যবসা মানেই প্রচারে প্রসার। যত বেশি প্রচার হবে আপনার ব্যবসার বিস্তৃতি ও লাভ ততো বেশি হবে। সেজন্য প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সর্বদা সবাইকে অবগত করাতে হয়। এছাড়াও রাজনৈতিক পেক্ষাপটে বিজ্ঞাপন এখন অনেক বড় হাতিয়ার। কিন্তু টিভি কমার্শিয়াল বা দৈনিক পত্রিকার বিজ্ঞাপন মূল্য অত্যধিক। দৈনিক পত্রিকায় প্রচুর বড় বিজ্ঞাপনের মাঝে ছোট বিজ্ঞাপন চোখে মেলা দায়। আবার দৈনিক পত্রিকা কেবল একদিনই মানুষ পড়ে। পরেরদিনই তার গুরুত্ব হারায়। কিন্তু একটি অনলাইন পত্রিকায়  বিজ্ঞাপন  পাঠকের  প্রতিদিনই চোখে পরে। এর কোনো গন্ডি থাকেনা। স্মার্টফোন ও ফেসবুকের দুনিয়ায় অনলাইন পত্রিকায় বিজ্ঞাপন এখন জনপ্রিয়তার শীর্ষে। এই মুহূর্তে রাতদিন নিউজে পৃথিবীর বিভিন্ন দেশের হাজার হাজার পাঠক রয়েছেন যারা চোঁখ রাখেন। রাতদিন নিউজের জনপ্রিয়তা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞাপন বিহীন নিউজ পোর্টাল হিসেবে শুরু করলেও এখন আমরা প্রতিনিয়ত বিজ্ঞাপন দিচ্ছি। মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফেতর উপলক্ষে আমরা বিজ্ঞাপনে বিশেষ ছাড় দিচ্ছি। তাই নিজের ব্যবসাকে ছড়িয়ে দিন নিজ সীমানার বাইরে এবং আমাদেরকে সাহায্য করুন আরো বেশি পাঠকের কাছে বিজ্ঞানকে সহজলভ্য করতে। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদন্তে

মিরাজুল ইসলাম

ভারপ্রাপ্ত সম্পাদক, রাতদিন নিউজ

বিজ্ঞাপন নীতিমালা:

১) বিজ্ঞাপনের কনটেন্ট বিজ্ঞাপনদাতাকে তৈরি করে দিতে হবে।
২) বিজ্ঞাপনের কনটেন্ট ও ছবি রুচিশীল হতে হবে।

বিজ্ঞাপন প্রাইসিংঃ

১) মুল ওয়েবসাইট পেজ –

ছোট সাইজঃ  তিনদিন=২শ’ টাকা,  সাতদিন=৩শ’ টাকা, ১৫দিন=৫শ’টাকা ও একমাস= ৮শ’টাকা

বড় সাইজঃ  সাতদিন=৫শ’’টাকা, ১৫দিন-=৭শ’’টাকা , একমাস=এক হাজার’টাকা

২) প্রতিটি সংবাদের সাথে

ছোট সাইজঃ তিনদিন= ৩শ’ টাকা, সাতদিন=৫ শ’ টাকা, ১৫দিন=৮শ’টাকা, একমাস= একহাজার’টাকা

বড় সাইজ=( সাতদিন=৭শ’’ টাকা) (১৫দিন- এক হাজার ’টাকা)( একমাস=১২ শ’টাকা)

৩)প্রতিটি রিপোর্ট এর উপরে দেখা যাবে (ভিআইপি)

সাতদিন=এক হাজার, ১৫ দিন=১৫শ টাকা ও একমাস= ২হাজার টাকা

বিস্তারিত জানতে কল করুন ০১৭১২১৫৭৪৩১

বিঃদ্র: সকল বিজ্ঞাপন বিনামুল্যে আমাদের ফেসবুক ওয়াল, পেজ ও গ্রুপে পোষ্ট করা হবে। 

(এ সুযোগ থাকছে ঈদুল ফেতর পর্যন্ত)

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত