Friday, March 29, 2024

নড়াইলের কালিয়ায় তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা পরিবেশ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানগুলোকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২২ মার্চ) দুপুরে কালিয়া উপজেলার চাচুড়ি বাজার ও বারইপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক এর নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেসার্স মায়ের দোয়া বেকারীকে ১৫ হাজার টাকা, মেসার্স সহিদুল ষ্টোরকে ১০ হাজার টাকা এবং মেসার্স ফরিদ বেকারী এন্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকা সহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সহকারী পরিচালক প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আর কে-১১
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত