Saturday, April 20, 2024

যশোরে চাঁদা দাবির অভিযোগে মামলা আটক তিন, দুইটি চাকু উদ্ধার

যশোর সদর উপজেলার কচুয়ায় চাঁদা দাবি ও আদায় করাসহ বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করার অপরাধে কোতয়ালি থানায় চার জনের নামে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে দুইটি চাকুসহ আটক করেছে। শহরতলীর শেখহাটির আশরাফুল জামানের ছেলে আরাফাত জামান সোমবার মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে শহরের ঘোপ পন্থশালা মসজিদের পাশের লিটন হোসেনের ছেলে মামুন হোসেন ,ঘোপ নওয়াপাড়া রোড মাহমুদুর রহমান স্কুলের সামনে মৃত আজাফর খাঁর ছেলে সুজন খাঁ, শহরের খালধার রোড বরফকল মোড় করিমের বাড়ির ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে রাশেদ হোসেন ও শহরের ঘোপ বেলতলার রাজু হোসেনের ছেলে আরাফাত। এদের মধ্যে পুলিশ মামুন হোসেন, সুজন খাঁ, ও রাশেদ হোসেনকে আটক করে। মামুন হোসেন ও রাশেদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়।

মামলায় আরাফাত জামান বলেছেন, ১৯ মার্চ রাতে কচুয়া বাজারস্থ ভাঙা ব্রীজের কাছে নিয়ে বাদী ও তার ভাইকে আসামি মামুন হোসেন ও রাশেদ হোসেন বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে আসামি রাশেদ হোসেন ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামি সুজন আমার জিন্সের প্যান্টের পকেটে থাকা মানি ব্যাগ থেকে ১১ হাজার টাকা কেড়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আসামি মামুন হোসেন ও সুজন খাঁকে হাতে নাতে আটক করে। এ সময় আসামি রাশেদ ও আরাফাত কৌশলে পালিয়ে যায়। আটক মামুন হোসেনের দেহ তল্লাসি করে একটি স্টীলের বার্মিজ চাকু, সুজনের দেহ তল্লাসী করে চাঁদা ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এছাড়া পলাতক আসামিদের গ্রেফতার অভিযান পরিচালনাকালে সোমবার খালধার রোড বরফ কল মোড় করিমের বাড়ির ভাড়া বাসা থেকে আসামি রাশেদ হোসেনকে আটক করা হয়। এ সময় রাশেদের বিছানার নীচ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

রাতদিন সংবাদ/আর কে-২১

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত