Thursday, April 25, 2024

কেশবপুরে সুরক্ষা আচরণ বিষয়ক কর্মশালা

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে সুরক্ষা আচরণ বিষয়ক কর্মশালা ও সিএসও কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পরিত্রাণের হলরুমে সিডা’র অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভিন শিখার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস।
বক্তব্য দেন বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, দুঃস্থ নারী ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুল, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের সদস্য অধ্যাপক কুন্তল বিশ্বাস, নারী নেত্রী সবুরুন্নেচ্ছা বেগম, সাবেক কাউন্সিলর মনিরা খানম, এসআর ফাউন্ডেশনের পরিচালক গোলাম কিবরিয়া, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস প্রমুখ। দিনব্যাপি এ কর্মশালার সেফগার্ডি পলিসির বিষয়সমূহ আলোকপাত করেন রবিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণের ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।
আর কে-১২
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত