বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল ফারাজি বাঘারপাড়ায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। বাবুল যশোর-৪ আসনের মনোনায়ন প্রত্যাশি হিসেবে এ নির্বাচনী এলাকায় প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
শনিবার (১৮ মার্চ) তিনি উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিয় করেন।
এদিন বিকেলে এনামুল হক বাবুল প্রথমে ধলগ্রাম বাজারস্থ ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে সংক্ষিপ্ত, অথচ প্রাণবন্ত এক মতবিনিময় সভায় মিলিত হন। এ
সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর- রশিদ হারু, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্যা, অভয়নগর উপজেলার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম খান, অভয়নগর যুবলীগ নেতা তরিকুল ইসলাম, মেহেদি হাসান সবুজ, বাঘারপাড়া আওয়ামীলীগ নেতা মাসুম রেজা, রবিউল ইসলাম, মতবিনিময় সভা শেষে ধলগ্রাম বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
আর কে-২১
