Saturday, April 20, 2024

বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

সুমন পারভেজ, বাঘারপড়াঃ যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে র‌্যালি, পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। পুস্পমাল্য অর্পনের পর কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রথমে উপজেলা প্রশাসন র‌্যালি ও ফুল প্রদান ও আলোচনা সভা সভার আয়োজন করেন, পরে পালা ক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের নেতৃত্বে উপজেলা পরিষদের মধ্যে বঙ্গবন্ধুর মারালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় আওয়ামী লীগের অপর অংশে ফুল দেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীর,আর একাংশে ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি সকলেই উপজেলা চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন করেন।

উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংদস সদস্য বাবু রণজিৎ কুমার রায়। বিশেষ অতিথি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্যাহ খন্দকার, আতিয়ার রহমান সরদার, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধরী ভোলা, অধ্যক্ষ আজগর আলী, সুভাষ দেবনাথ অভিরাম, বাবলু কুমার সাহা, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,আসাদুজ্জামান মিন্টু, উপজেলা মহিলা যুবলীগের রণি ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মঞ্চে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়ার পারভিন সাথী,ভাইস চেয়ারম্যান রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রাণী বিশ্ববাস, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মুক্তিযুদ্ধা হাসান আলী, মুক্তিযুদ্ধা আলহাজ্ব সুলাইমান হোসেন বিশ্বাস, এছাড়াও বক্তব্য রাখেন সহকারি ভুমিকমিশনার তামান্না ফেরদৌসী,ওসি তদন্ত মকবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মামুন আল আজাদ।

বিকালে উপজেলা যুবলীগের আয়োজনে হাজার হাজার দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায় জুলফিক্কার আলী জুলাই, হাদীউজ্জামান, ইমতিয়াজ নাসির তুষার, এমএ আব্দুল আওয়াল সরদার, খন্দকার সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক সালমা বেগম, যুগ্ম আহবায়ক রণি ভৌমিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন।

এদিন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ র‌্যালি বের করেন। এবং দলীয় কার্যালয়ের সংক্ষিপ্ত আলোচসার মধ্যদিে শেষ করেন এতে উপস্থিত ছিলেন সংসদের সাবেক কমান্ডার আলহাজ হাসান আলী, আব্দুল আজিজ বিশ্বাস, সন্তষ কুমার অধিকারি প্রমুখ।

ইঞ্জিনিয়ার আশরাফুল বিপল ফারাজির নেতৃত্বধীন আওয়ামীলীগ উপজেলা দলীয় কায়ৃালয়ের সামনে বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, মুক্তিযোদ্ধা মাষ্টার সালেক হোসেন, ডাক্তার নিকুঞ্জুবিহারী গোলদার, প্রভাষক নজরুল ইসলাম, মাষ্টার ইমদাদ হোসেন, শেখ ইউনিুস আলী, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আবু সাঈদ সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন সুলতান মাহমুদ।

আর কে-১৪

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত