সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শর্তবিহিন সর্বজনীন পেনসনের দাবীতে শনিবার (১৮ মার্চ) এক পদযাত্রার আয়োজন করেছে।
পদযাত্রাটি সকাল নয়টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে নড়াইল প্রেসক্লাব, সুলতান মঞ্চ, সুলতান ব্রীজ হয়ে পুনরায় শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে। সম্প্রতি মহান জাতীয় সংসদে পেনসন আইন পাস হয়েছে কিন্তু সেখানে অনেকগুলি শর্ত যুক্ত করা হয়েছে। শর্তগুলোর মধ্যে অন্যপতম প্রধান শর্ত পেনসন দাবীদার ব্যাক্তি (ন্যু নতম ১৮ বছর বয়স থেকে) একটানা দশ বছরসহ ৫০ বছর বয়স পর্যন্ত টাকা জমা দিবেন এবং তার বিপরীতে তাকে পেনসন দেয়া হবে।
উল্লেখ্য কৃষক, শ্রমিকসহ সব ধরণের শ্রমজীবী মানুষকে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনসন দিতে হবে এই দাবীতে নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টি বিগত ৫ বছর যাবত আন্দোলন চালিয়ে আসছে।
আর কে-২২
- Advertisement -
