Friday, March 29, 2024

রুপদিয়া নার্সারি সমিতির সদস্যরা পরিবার নিয়ে ঘোড়ার গাড়িতে ভ্রমণ

- Advertisement -

দামি গাড়ি, ধুমধাড়াক্কা ডিজে গান যখন প্রচলিত ধারা হয়ে দাঁড়িয়েছে ঠিক সে সময় যশোর শহরবাসীর দৃষ্টি কেড়েছে অন্যরকম এক আয়োজন। বুধবার ঐতিহ্যবাহি ঘোড়ার গাড়িতে আনন্দ ভ্রমণে মেতে ওঠেন শতাধিক মানুষ।

- Advertisement -

গ্রামবাংলার জনপ্রিয় ফোক গানের তালে তালে ঘোড়ার গাড়িতে শহর ঘুরে পরিবার নিয়ে যশোরের বিমানবন্দর ভ্রমণ করেন রুপদিয়া নার্সারি সমিতির সদস্যরা। ব্যতিক্রমী এ আয়োজন দৃষ্টি কাড়ে শহরবাসীর।

আয়োজক কমিটির সদস্য কওসার আলী মোল্লা ও বেলাল হোসেন জানান, তারা প্রতিবছরই ঘোড়ার গাড়িতে করে পিকনিকের আয়োজন করেন। তারই অংশ হিসেবে এ বছরেও তারা এ ভ্রমণের আয়োজন করেছেন। তাদের মুল উদ্দেশ্য বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

বুধবার (১৫ মার্চ) তারা বেলা ১১ টায় রুপদিয়া থেকে আটটি ঘোড়ার গাড়িতে চড়ে প্রায় পরিবার নিয়ে রওনা দেন। তারা যশোর শহরের বিভিন্ন শহর ঘুরে বিমানবন্দরে যান। সেখানে খাওয়া দাওয়া শেষে বিকেলে রুপদিয়ার উদ্দেশ্যে ফেরত আসেন।

গত বছর তারা তারা নড়াইলে ১৮ টি ঘোরার গাড়িতে গিয়েছিলেন। কিন্তু এবার ঘোড়ার গাড়ির সন্ধান মেলাতে পারেন নি বলে মাত্র আটটিতে এসেছেন। তারা বাংলার ঐতিহ্য এ ঘোড়া গাড়ির অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

এদিকে, যশোর শহরের মাঝে চলছে ঘোরাগাড়ি। সাউন্ডবক্সে বাজছে পুরাতন সেই দিনের গান। অনেকেই ক্ষণিকের জন্য হলেও মনে দোলা দেয়া এ দৃশ্য নিজ মোবাইলে ধারণ করতে থাকেন ।

রাতদিন সংবাদ/আর কে-১৬

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত