Tuesday, April 23, 2024

সহকারী জজ নিয়োগের প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ

- Advertisement -

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। রাজধানীর তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ ও হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৫ হাজার ৬০০ জন।

পরীক্ষার্থীদের কক্ষ নম্বর ও আসনবিন্যাস সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে ১৬ মার্চ প্রকাশ করা হবে।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষার্থী ২ হাজার, সিদ্ধেশ্বরী কলেজে ২ হাজার ও হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে পরীক্ষার্থী ১ হাজার ৬০০ জন।

উল্লেখ্য, প্রিলিতে ন্যূনতম পাস নম্বর ৫০। পরীক্ষায় সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। দএ পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত