Thursday, March 28, 2024

জমি প্রতারনার শিকার ভাইবোনদের সংবাদ সম্মেলন

যশোর মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের প্রতারনার শিকার ভূক্তভোগী ভাই বোনেরা রোববার (১২ মার্চ) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে করেছেন। আপন ভাই কতৃক জমি প্রতারনার শিকার হয়ে ভাই ও বোনেরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মাছনা গ্রামের মৃত বদর উদ্দিন মোড়লের পুত্র মহসিন মোড়ল লিখিত বক্তব্যে বলেন, তার ক্রয়কৃত জমি বেনামে নামপত্তন করেছে তারই আপন ভাই ইকবাল হোসেন। এ বিষয়ে আদালতে মামলা হওয়ার পরেও জালিয়াতির মাধ্যমে মদিনা উলুম মাছনা মাদ্রাসা জামে মসজিদের নামে দান পত্র দলিলে রেজিস্ট্রি করে দিয়েছেন ইকবাল হোসেন। কিন্ত ৪৬ শতক জমিটির ক্রয়সূত্রে মালিক মহসিন মোড়ল।
জমিতে ইনজাংশন বহালের পরও কিভাবে জমি রেজিষ্ট্রি হয়েছে তা কারো বোধগম্য নয়।
মহসিন মোড়ল আরোও জানান, তার বোনেরা দুই দফা মসজিদ কমিটির সভাপতির কাছে গেছেন। কিন্তু তিনি এবিষয়ে কারো কথা শুনবেননা বলে সাফ জানিয়ে দিয়েছেন। এরপর তার নেতৃত্বেই কয়েক গ্রামবাসী আংশিক জড়ো হয়ে ভূক্তভোগীদের মারধোর করেছে বলে অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহসিন মোড়লের বোন আমেনা খাতুন, লুৎফুন্নেছা, সালেহা ও ভাগ্নে শরিফুল ইসলাম।
রাতদিন সংবাদ/আর কে-১৩
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত