Friday, March 29, 2024

বিএনপির ১০ দফা দাবিতে নড়াইলে বিক্ষোভ ও মানবন্ধন

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কৃষিপন্যের ন্যায্যমূল্য প্রাপ্তি, সংসদ ভেঙ্গে নিদর্লীয় তত্বাধায়ক সরকার গঠন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রী কর্মসুচির অংশ হিসাবে নড়াইলে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী বাজারে এ বিক্ষোভ ও মানবন্ধন কর্মসুচি পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম এর সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, জেলা যুব দলের সভাপতি মোঃ মশিউর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক আহাদুজ্জামান বাটু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সনি, কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো: রহিম ফকির, মুন্সী বায়েজীদ বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মন্জুরুল সাইদ বাবু, নড়াইল পৌর যুবদলের আহবায়ক রিয়াজুল কামাল পাভেল, যুগ্ন আহবায়ক মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জীবন ইসলাম টিপু, কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো: কামাল সিদ্দিকী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো: আমীন বিশ্বাস, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ফিরোজ মোল্যা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: রুমেল হোসেন কবির, যুগ্ন সাধারন সম্পাদক তাহমিদ আল মারিন, রিদানুল ইসলাম নিশানসহ জেলা,উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুর সংখ্যক নেতা-কর্মি এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কৃষিপন্যের ন্যায্যমূল্য প্রাপ্তি, সংসদ ভেঙ্গে নিদর্লীয় তত্বাধায়ক সরকার গঠন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দাবি মেনে নেওয়ার আহবান জানান।
আর কে-১১
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত