Friday, April 19, 2024

নড়াইলে ‘সাইবার সেইফটি অর্গানাইজেশন’ এর অনন্য উদ্যোগ

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: বর্তমান সময়ে ডেঙ্গু জ্বর বা রোগের বিস্তার থেকে রক্ষা পাওয়া এবং প্রতিরোধ বিষয়ে জনসাধারনকে সচেতন করার উদ্যোগ নিয়েছে নড়াইলের কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থী। ‘সাইবার সেইফটি অর্গানাইজেশন’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার (১০ মার্চ) শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করার এক অনন্য উদ্যোগ গ্রহন করেছে। ডেঙ্গু জ্বর বা রোগ সম্পর্কিত পোস্টারের প্রতিপাদ্য ছিল ‘ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতন হোন’। পোস্টারে ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ক বক্তব্য তুলে ধরা হয়েছে। এই সচেতনতামূলক কার্যক্রমের মূল উদ্যোাগক্তা ‘সাইবার সেইফটি অর্গানাইজেশন’ এর পরিচালক ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান সৌরভ জানান, আমি ফেসবুকে এবং টেলিভিশনে বতর্মানে ডেঙ্গু রোগ বেড়ে যাওয়ার খবর দেখে এই রোগটি সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোাগটি গ্রহণ করি। আমার এই উদোগটি ছোট হলেও আশা করি এই পোস্টার দেখে মানুষ একটু হলেও সচেতন হবে। আর এই সচেতনতাই হলো আমাদের সাফল্যট। আমাদের সংগঠনটি সাধারণ অনলাইন ভিত্তিক কাজ করে। কিন্তু মাঝে মধ্যেন মাঠে জনসাধারনের জন্য কাজ করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। তাই এই ছোট উদ্যোেগটি গ্রহণ করেছি। আশিকুর রহমান সৌরভ আরও বলেন, আমার ইচ্ছা আছে আমাদের এই সচেতনতা কার্যক্রম শুধু নড়াইলের কিছু স্থানে নয়, সমগ্র নড়াইল জেলায় সচেতনতা কার্যক্রমটি প্রসারিত করার। এছাড়াও আমরা বিভিন্ন স্কুলে গিয়ে এই সচেতনতা কার্যক্রম করার উদ্যো গ গ্রহণ করেছি। এ কার্যক্রম প্রাথমিকভাবে আমাদের সংগঠনের সদস্য্ খন্দকার আলী আবির, ইফাজ আমান, আকিকুর রহমান সজল, অন্তুদের নিয়ে শুরু করেছি। আজ শুক্রবার (১০ মার্চ) আমরা শহরের প্রধান ডাকঘর রোড, জেলা প্রশাসকের কার্যলয়ের কিছু স্থানে এবং নড়াইল সরকারি উচ্চ বিদ্যায়লয় চত্বরে এসব পোস্টার লাগিয়েছি। আমাদের এ কাজ দেখে অনেকেই আমাদের উৎসাহ দিয়েছেন।। এছাড়া আমার বাবা মো: আশরাফুল খানও এই উদ্যো গের বিষয়ে আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ‘সাইবার সেইফটি অর্গানাইজেশন’ এর পক্ষ থেকে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া এবং প্রতিরোধ বিষয়ে জনসাধারনকে সচেতন করার উদ্যোগকে সহায়তা করার জন্য আশিকুর রহমান সৌরভ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভাসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারনকে এগিয়ে আসার অনুরোধ করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত