Wednesday, April 17, 2024

ডেইলি স্টার ও ইউএনডিপির “নির্ভয়া” অ্যাওয়ার্ড পেলেন যশোরের প্রিয়াংকা

- Advertisement -

যশোরের আইসিটি নিয়ে কাজ করা নারী উদ্যোক্তা প্রিয়াংকা রানী সুর ‘নির্ভয়া” অ্যাওয়ার্ড পেয়েছেন। ডেইলি স্টার, ইউএনডিপির ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের উদ্যোগে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রিয়াংকাসহ সারদেশের আরও ৫ নারীকে সফলভাবে কাজ করে যাওয়ায় এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় ডেইলি স্টার অফিসে অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
এতে আরো অ্যাওয়ার্ড পেয়েছেন নাটোরের আব্দুস সাত্তার মৌওন, দিনাজপুরের মারিয়া মেহেদী, মৌলভীবাজারের রোকসানা আক্তার, চট্টগ্রামের সামিনা আলম, ময়মনসিংহের চুমকি বিশ্বাস। এ আয়োজনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার নারদিয়া সিম্পসন, ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।
প্রিয়াংকা রানী বাঘারপড়ার ছাতিয়ানতলায় ২০১৬ সাল থেকে বর্ণ আইটি ইনস্টিটিউট নামে একটি অঞ্চলে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করে আসছেন। গত ছয় বছরে তার সেন্টার থেকে সাতশত নারী-পুরুষ ট্রেনিং করেছেন। একই সাথে তিনি দেশি ফেরিওয়ালা নামে একটি ই-কমার্স সাইট নিয়েও কাজ করছেন। যেখানে যশোরের গুড় পাটালি ও নকশিকাঁথা নিয়ে কাজ করছেন।
এ আয়োজনে আরও বক্তৃতা করেন অ্যাওয়ার্ড পাওয়া যশোরের প্রিয়াংকা রানী, নাটোরের আব্দুস সাত্তার মৌওন, দিনাজপুরের মারিয়া মেহেদী, মৌলভীবাজারের রোকসানা আক্তার, চট্টগ্রামের সামিনা আলম, ময়মনসিংহের চুমকি বিশ্বাস। এতে ডেইলি স্টার, ইউএনডিপির ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

- Advertisement -

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত