Thursday, March 28, 2024

শার্শায় অবৈধ ভাবে স-মিল স্থাপন ও পরিচালনার অভিযোগে দুই মালিকের বিরুদ্ধে আদালতে মামলা

- Advertisement -

অবৈধ ভাবে স-মিল স্থাপন ও পরিচালনার অভিযোগে শার্শার দুই করাতকল মালিকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শার্শা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মিজানুর রহমান বাদী হয়ে এ আলাদা এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগ দুইটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

- Advertisement -

আসামিরা হলো, স-মিলের মালিক শার্শার মৃত মোসলেম আলী দফাদারের ছেলে শাহিন কবির ও ইসলাম সরদারের ছেলে মোখলেসুর রহমান মুকুল।

মামলার অভিযোগে জানা গেছে, বন বিভাগ শার্শা কর্তপক্ষ ২০২২ সালের ২৮ ডিসেম্বর শার্শার কামারবাড়ি সংলগ্ন শাহিন কবিরের স-মিলে অভিযান চালায়। এ সময় স-মিলের শ্রমিকরা মালিককে সংবাদ দেয়ার কথা বলে চলে যায়। কিছুক্ষন পর স-মিলের মালিক শাহিন কবির মিলে আসলে তার কাছে লাইন্সেসসহ কাগজপত্র চাইলে দিতে ব্যর্থ হয়।

পরবর্তীতে একই এলাকার মোখলেসুর রহমান মুকুলের স-মিলে যেয়ে লাইন্সেসহ কাগজ পত্র চাইলে দিতে ব্যর্থ হন তিনি। অবৈধ ভাবে স-মিল স্থাপন ও পরিচালনার অভিযোগে মঙ্গলবার তিনি আদালতে এ মামলা করেছেন।

আর কে-১৩

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত