Saturday, April 20, 2024

বসুন্দিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবী ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে আইস ফ্যাক্টরির মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে হত্যার চেষ্টার অভিযোগে তিন ভাইসহ চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন বসুন্দিয়া মোড়ের আনসার আলীর ছেলে কাওছার আলী ।

আসামিরা হলো, একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে সাফাত বিশ্বাস , আরাফাত বিশ্বাস ও রিফাত বিশ্বাস এবং অভয়নগরের নুনাঘাটা গ্রামের আবুল হোসেন বিশ্বাসের ছেলে আবিদ হোসেন লালন ।

এজাহারে কাওছার আলী উল্লেখ করেছেন, বসুন্দিয়া মোড়ে সোনালী ব্যাংকের পেছনে তার একটি আইস ফ্যাক্টারি আছে। আসামিরা তার কাছে আগে থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তার ক্ষতি করতে সুযোগ খুঁজতে থাকে। গত ৫মার্চ রাত ৯টার দিকে বসুন্দিয়া মোড়ের কাঁচা বাজারের কাছে পৌছালে আসামিরা তার গতিরোধ করে। এরপর তাকে কিল ঘুষি মারতে থাকে। তার গালাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।

এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

রাতদিন সংবাদ/আর কে-১৫

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত