Thursday, April 25, 2024

বাঘারপাড়ায় হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

- Advertisement -

সুমন পারভেজ, বাঘারপাড়াঃ যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ই মার্চের ভাষণ এবং  জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মঙ্গলবার (৭ মার্চ) সকালে বাঘারপাড়া উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।এদিন সকালে র্যালি, পুষ্প মাল্য অর্পণ, জাতীয় পতাকা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি , স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রাণী বিশ্বাস, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মকবুল হোসেন সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থী বৃন্দ সহ আরও অনেকে। এদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর্যালে পুষ্পমাল্য অর্পণ, জাতির পিতাসহ সকল মুক্তিযোদ্ধা ও দেশের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত