Thursday, April 18, 2024

নড়াইলে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত ও ৭ মার্চের ভাষণ পরিবেশন

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে হাজারো কণ্ঠে ৭মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় শহরের চিত্রশিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং জাতীয় সংগীতসহ দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০ ফুট লম্বা ও ৮৫ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট সহস্র মানুষের উপস্থিতিতে বাংলাদেশের মানচিত্র ও ৬০ বাই ৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত