Wednesday, April 24, 2024

কেশবপুরে নানা কর্মসূচীর মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে ৭ মার্চ (মঙ্গলবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুজ্জামান সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান খোকন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তথ্য চিত্র প্রদর্শন এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ, আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ, সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল কাদের বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আর কে-০২
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত