Thursday, April 25, 2024

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান ক্লোজ

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা আ. লীগের সহ-সভাপতি মাছিমদিয়া গ্রামের হাসানুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্তে ব্যার্থতা ও সদর উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানকে ক্লোজ করে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। গত ২০ ফেব্রুয়ারি ভোররাতে নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাছিমদিয়া গ্রামে হাসানুজ্জামানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেছেন, সদর থানার ওসিকে ক্লোজ নয়, নিয়মিত বদলি করা হয়েছে। ডাকাতির সময় বাড়িতে হাসানুজ্জামান ও তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রেখে একটি পিস্তল, একটি বন্দুক, নগদ টাকা, স্বর্নালঙ্কারসহ বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এঘটনায় থানায় মামলা হলে পুলিশ কয়েকজনকে আটক করলেও প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত বা আটক করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য ২০২২ সালের ২৭ অক্টোবর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি ওসির চলতি দায়িত্ব পালন করেন।
আর কে-০৫
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত