Saturday, April 20, 2024

রোববার থেকে পশ্চিম বারান্দী নাথপাড়ায় ষোলপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন শুরু

যশোর পশ্চিম বারান্দী নাথপাড়া সার্বজনীন পূজা মন্দিরে  রোববার থেকে শুরু হচ্ছে ষোলপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন। ভাগবত আলোচনা, মঙ্গলঘট স্থাপন এবং মঙ্গল আচারণের মাধ্যমে আজ যজ্ঞ অনুষ্ঠানের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে । এদিনে ভাগবত পাঠ করবেন ভক্তপ্রবর বিল্ল মঙ্গল দেবনাথ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে ভাগবত আলোচনার উদ্বোধন করবেন যশোর ৪ আসনের সংসদ সদস্য রনজিত রায়। সোমবার সকাল থেকে চলবে ষোল প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন। বুধবার নাম সমাপন শেষে কুঞ্জ ভঙ্গ, নগর কীর্তন এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরাধনা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এ আয়োজন।
পশ্চিম বারান্দী নাথপাড়া পূজা মন্দিরের ভক্তবৃন্দ জানিয়েছেন, ষষ্ঠবারেরমতো এ মহা নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের অন্যতম প্রধান চাওয়া দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনা। নাম সংকীর্তনে মহানাম পরিবেশন করবেন খুলনার গোপাল সেবা সংঘ, নড়াইলের গৌরগদাধর সম্প্রদায়, খুলনার মা শ্যামা ( অষ্টসখী) , মাগুরার সুনিল কৃষ্ণ, খুলনার নিত্যানন্দ এবং যশোরের পঞ্চবটী সম্প্রদায়। নামামৃত আস্বাদনের জন্য সমগ্র আয়োজনে সকলকে সবান্ধব উপস্থিতির আমন্ত্রন জানিয়েছেন যজ্ঞ আয়োজকরা।
রাতদিন সংবাদ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত