Saturday, April 20, 2024

শনিবার যশোরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শনিবার যশোরে আসছেন। যশোরে এক দিনের সরকারি সফরে এসে তিনি যশোরে নব নির্মিত পুলিশ সুপারের কার্যালয় এবং বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে ইলেক্ট্রনিক গেট উদ্বোধন করবেন। নব নির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষে যশোর জেলা পুলিশের পক্ষে আজ সকাল ১১টা ৪৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথির বক্তব্য দেবেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
দুই মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন যশোর ১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, ২ আসনের এমপি মেজর জেনারেল (অব) ডাক্তার নাসির উদ্দিন, ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, ৪ আসনের এমপি রনজিত কুমার রায়, ৬ আসনের এমপি শাহীন চাকলাদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম বার পিপিএম, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার পিপিএম)।
একই দিন স্বরাষ্ট্র মন্ত্রী উদ্বোধন করবেন বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ইলেক্ট্রনিক গেট। এতে করে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি কমবে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিকভাবে গেট খুলে যাবে। সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। পাসপোর্ট বিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।
এ ব্যাপারে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিমান বন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত ও শহরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেযা হয়েছে। এছাড়া যশোরে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ৪৭৯ জন অফিসার মাঠে থাকবে। আমন্ত্রিতদের তিনি যথা সময়ে পুলিশ সুপারের কার্যালয় চত্তরের অনুষ্ঠানে আসবার আহবান জানিয়েছেন ।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত