Friday, March 29, 2024

বিএসপির ২২৩ তম সাহিত্য সভা অনুষ্ঠিত

- Advertisement -

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে ২২৩তম মাসিক সাহিত্য সভা ও বৃত্তিপ্রাপ্ত কবি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ড. প্রফেসর মুস্তাফিজুর রহমান। সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি নাঈম নাজমুল, কবি মোস্তফা কামাল দাদু।
দ্বিতীয় পর্বে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কবি নূরজাহান আরা নীতি।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শেখ শামস শুয়াইব (কবি শাহরিয়ার সোহেল পুত্র), টিকাদার অনিন্দিত নির্ঝর (কবি তৃষা চামেলির পুত্র), হুমায়রা বিশ^াস রোদেলা (কবি হুমায়ন কবির কন্যা) কে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুকে কলিকাতার সাহিত্যের আলোকে এবং সাবেক সভাপতি এডিএম রতন খুলনার বিদ্রোহী নজরুল সঙ্গীত একাডেমি সম্মাননা স্মারক প্রদান করায় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, সাবেক সভাপতি এডিএম রতন, রাজপথিক, আহমেদ মাহাবুব ফারুক, মো.মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, রাশিদা আখতার লিলি, সঞ্জয় নন্দী, অরুন বর্মণ, এমএ কাসেম অমিয়, তৃষা চামেলি, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, লাবনী খানম, কুতুব উদ্দীন, অ্যাড. মাহমুদা খানম, এএফএম মোমিন যশোরী, গোলাম রসূল, শংকর নিভানন, শারমিন আক্তার, সানজিদা ফেরদৌস, নজরুল ইসলাম, ডা. মো. মশিউর রহমান খান, শরীফ হোসেন ধীমান, জাহিদুল ইসলাম মিঠু, এমএম মনিরুল ইসলাম, কুমার বিশ্বজিত মন্ডল প্রমুখ।

- Advertisement -

শহিদ জয়

 

 

 

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত