Tuesday, April 16, 2024

কেশবপুরে এসএমই ফাউন্ডেশনের ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত

- Advertisement -

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় “এসো উদ্যোক্তা হই” ৩ দিনের প্রশিক্ষণ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সমাপ্ত হয়েছে।

- Advertisement -

শহরের পৌর ভবন মোড়ে নবযুগ সংস্থা’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান।

নবযুগ সংস্থার সভাপতি শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খান, যশোর নকশীকাঁথা এসোসিয়েশনের সভাপতি মরিয়ম নারগিস, স্বাগত বক্তব্য রাখেন নবযুগ সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার ম্যানেজার ইউছুফ আলী। প্রশিক্ষন প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক রফিকুল হাসান। ২৬ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষনে কুটির শিল্প, নকশীকাঁথা, বেত ও বাঁশ শিল্প, মৃৎ শিল্প এবং ফ্যাশন ডিজাইনের ৩০ জন নারীকে নিয়ে এসএমই ফাউন্ডেশনের “এসো উদ্যোক্তা হই” নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আলোকে এ প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানশেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত