Friday, April 19, 2024

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ডাক পেলেন তৌহিদ হৃদয়

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন একমাত্র নতুন মুখ টপঅর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়।

এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্মের মাধ্যমে সবার দৃষ্টি কেড়েছেন হৃদয়। সেই ফলশ্রুতিতে ওয়ানড দলে ডাক পেলেন এই তরুণ।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। এ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দলটি।

সবশেষ ওয়ানডে সিরিজে ১৬ সদস্যের স্কোয়াড ছিল। এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ২ ম্যাচের দল ১৪ জন নিয়ে সাজানো হয়েছে। বাদ পড়েছেন ৫ জন। এরা হলেন পেসার শরিফুল ইসলাম, টপ অর্ডার এনামুল হক বিজয়, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও মিডল অর্ডার ইয়াসির আলী রাব্বি।

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে তামিম ইকবাল ছিলেন। তবে এবার ফিরেছেন অধিনায়ক হয়ে। আরও ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত