Friday, April 26, 2024

যশোরে এসআই স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে ওসি স্বামীর বিরুদ্ধে মামলা

- Advertisement -

যশোরে এসআই স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগে ওসি স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন ভিকটিম যশোর সদর কোর্ট জিআরও শাহাজাদী আক্তারের বড়ভাই বাগেরহাট জেলার সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামের আমির আলী শেখের ছেলে শেখ রোকন। আসামি মোঃ কামরুজ্জামান খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত সাত্তার ফকিরের ছেলে। তিনি ঝিনাইদহ পিবিআইতে কর্মরত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক গোলাম কবির অভিযোগ আমলে নিয়ে যশোরের মহিলা বিষয়ক কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০০০ সালে শাহাজাদীর সাথে কামরুজ্জামানের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই সন্তান রয়েছে। শাহাজাদী কর্মজীবনে টাকা উপার্জন করে খুলনাতে বারো শতক জমি কেনেন। যার দিকে নজর পরে কামরুজ্জামানের। এরপর থেকে কামরুজ্জামান ৫০ লাখ টাকা যৌতুকের দাবিকে বিভিন্ন সময় নির্যাতন করতে থাকে শাহাজাদীকে। এছাড়াও প্রতিমাসে শাহাজাদীর বেতনের ৪৫ হাজার টাকাও দাবি করেন কামরুজ্জামান। বাধ্য হয়ে গত বছরে কামরুজ্জামানের বিরুদ্ধে যৌতুক আইনে আদালতে মামলা করেন। যা কাল হয়ে দাড়ায় শহাজাদীর। ওই মামলার বিষয়টি জানতে পেরে কামরুজ্জামান আরও ক্ষিপ্ত হয়ে উঠে। তার জেরে গত বছরের ৩০ ডিসেম্বর সন্ধার পর কামরুজ্জামান যশোরের স্টেডিয়াম পাড়ার শাহাজাদীর বাসাতে এসে গালিগালাজ করতে থাকে।

এসময় তিনি বলেন, কারই মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে যৌতুকের ৫০ লাখ টাকা ও প্রতিমাসে শাহাজাদীর ৪৫ হাজার টাকা বেতন দিতে হবে অন্যথায় হত্যা হুমকি দেয়। শাহাজাদী অপরাগতা প্রকাশ করলেই লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারপিট শুরু করে কামরুজ্জামান। চিৎকার দিলে শাহাজাদীর গলাচেপে হত্যা চেষ্টা চালায়। একপর্যায় টেবিলে থাকা ফলকাটা চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় পাশের রুমে থাকা দুই ছেলে সহ প্রতিবেশীরা এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় কামরুজ্জামান। পরে শাহাজাদীকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ বলেন, এ ঘটনায় প্রথমে কোতোয়ালি থানায় অভিযোগ দেয়া হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যা পুলিশের উর্দ্ধোতন মহলের নজরে আসে। পরে তাকে ঝিনাইদহ পিবিআই থেকে রংপুরে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আর কে-২২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত