মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের সমশের আলী বিশ্বাসের ছেলে সাদ্দাম হোসেন (৩০) মৃত নুর হোসেন ফকির দুখু মিয়ার ছেলে আকবার বাদশা (২৪) বেনাপোল পুটখালী গ্রামের বাচা ধাবক শামসুজ্জামানের ছেলে হাসান আলী (৩২) উভয় থানা বেনাপোল যশোর।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্টথানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে পৌরসভাস্থ পৌর গেট সংলগ্ন রুপালি ওয়েব্রীজ স্কেল এর সামনে থেকে এক কেজি গাঁজাসহ দুইজন ও বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
আর কে-২৫