যশোর শহরের নিউ মার্কেট ট্রাক স্ট্যান্ডে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজন (২১) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি শহরতলী উপশহর ই-ব্লকের মৃত মতিয়ার রহমানের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী বর্ষা জানান, মেয়েলি ঘটনায়কে কেন্দ্র করে তার স্বামীর সাথে কেসমত নওয়াপাড়া গ্রামের হৃদয় নামে এক যুবকের বিরোধ চলে আসছিলো।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে রাজন ব্যক্তিগত কাজে নিউ মার্কেট ট্রাক স্ট্যান্ড আসলে হৃদয়ের নেতৃত্বে ইয়াছিন, রাব্বিসহ অজ্ঞাত পাঁচ/ছয় জন তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দীন জানান, আহতের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-২৪
- Advertisement -
