Friday, March 29, 2024

মধু মেলায় মধুসূদনের জীবন ও সাহিত্য বিষয়ে আলোচনা

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ শনিবার সন্ধ্যায় কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার চতুর্থ দিনে মধুমঞ্চে মধুসূদনের জীবন ও সাহিত্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ সেন্টারের অধ্যাপক প্রফেসর ডা. এম এ রশীদ। সভায় আলোচনা করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলা, সরধনীর সভাপতি হারুন অর রশিদ, কথা সাহিত্যিক ম্যারিনা নাসরিন, কবি মকবুল মাহফুজ, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন ও অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত সরকার।
মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপজেলা প্রশাসনের নাটক ও যাত্রাপালা ‘বধু বলিদান’ মঞ্চস্থ হয়।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ মধুমেলা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি।
আর কে-১৩
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত