Saturday, April 20, 2024

সাড়ে ১৩ কোটি টাকার সোনা উদ্ধারের ঘটনায় বেনাপোলের রমজান আটক

যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর থেকে তিনটি প্রাইভেটকার তল্লাশি করে ১৩ কোটি টাকা ৫৮ লাখ ৮০ হাজার টাকা সোনা উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে সিআইডি পুলিশ। আটক রমজান আলী বেনাপোল পুটখালী গ্রামের সাহেব আলীর ছেলে। বুধবার আটকের পর বৃহস্পতিবার তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন।
পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, গত পহেলা জুন গভীর রাতে বিজিবি সদস্যরা ঢাকা থেকে আসা তিনটি প্রাইভেটকার তল্লাশি করে ১৩৫ পিস সোনার বার উদ্ধার করে। একই সাথে ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার পর তদন্তের দায়িত্ব পান তিনি। তদন্তে রমজান আলীর এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বেনাপোল বারোপোতা থেকে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, রমজানের রিমান্ড চাওয়া হয়েছে। রমজানকে রিমান্ডে নিয়ে এসব সোনার উৎসসহ আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত