Friday, April 26, 2024

যশোরে স্বামীর টাকা ও শাশুড়ির গহনা নিয়ে গৃহবধুর চম্পট, তদন্তে সিআইডি

- Advertisement -

যশোরে টাকা, মোটরসাইকেল ও পাঁচভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামী। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার মিরা লাউখালী গ্রামের ফজলুল হকের ছেলে মাহমুদুর রহমান শাহীন। আসামিরা হলেন, তার স্ত্রী বারান্দিপাড়া কবরস্থান এলাকার শফিয়ার রহমানের মেয়ে মৌসুমি খাতুন,তার মা আয়শা বেগম ও ভাই রিমন হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, সংসারে গোলোযোগ বাধায় গত ১৫ জানুয়ারি তার স্ত্রী তার মা ও ভাইকে বাড়িতে আসতে বলে। বাড়িতে তিনি না থাকার সুযোগে তারা বাদীর নগদ ৮৭ হাজার টাকা, তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল, বিভিন্ন ব্যাংকের চেকের পাতা ও তার মায়ের পাঁচভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। পরে তিনি স্ত্রীকে কল করে এ বিষয়ে জানতে চাইলে মৌসুমি জানায় সে ওইসব মালামাল ফেরত দেবে না। পারলে আদায় করে নেয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত