Thursday, April 18, 2024

যশোরের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ডাক্তারসহ তিনজনের বিরুদ্ধে মামলা

- Advertisement -

যশোরের লোন অফিসপাড়ার এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক ডাক্তারসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামিরা হলেন, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দেবনডাল গ্রামের ডাঃ দেবু চন্দ্র মজুমদারের ছেলে ডাঃ রনি চন্দ্র মজুমদা

- Advertisement -
আরিফ খন্দকার

র, চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার নাটেহরা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আরিফ খন্দকার ও ঢাকার পূর্ব রামপুরা জামতলী এলাকার রাজা দে। ভুক্তভোগী ওই নারী রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে মামলা করলে বিচারক মোঃ গোলাম কবির সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় ওই নারী উল্লেখ করেন, আসামি আরিফ খন্দকারের সাথে তার ফেসবুকে পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। গত বছরের ১৭ নভেম্বর আরিফ যশোরে এসে ওই নারীর সাথে দেখা করেন। পরের দিন বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে চাঁদপুর হাজিগঞ্জে নিয়ে যায়। সেখানে আরিফের নিজস্ব কোহিনুর আবাসিক হোটেলে নিয়ে ওই নারীকে একটি রুমে আটকে রাখে। এরপর ওই দিন রাত নয়টায় তিন আসামিই ওই রুমে যায়। সেখানে যেয়ে বাদীকে আরিফ জানায় ডাঃ রনির কাছে তাকে চার লাখ টাকায় বিক্রি করে দিয়েছে এবং তাকে ভারতে পাচার করা হবে। পরে ওই নারী পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। ওই রাতে তাকে আসামিরা একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তাকে মারপিটসহ শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরের দিন কৌশলে ওই নারী পালিয়ে যশোরে চলে আসে। যশোরে এসে পরিবার ও স্থানীয় গন্যমান্যদের জানালে তারা আসামিদের সাথে যোগাযোগ করে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠে। সর্বশেষ গত ১৫ জানুয়ারি আসামিরা যশোরে এসে ওই নারীকে এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যা ও গুমের হুমকি দিয়ে চলে যায়। পরে বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত