Friday, April 26, 2024

খুলনা-মোংলা রেল প্রকল্পে পরীক্ষামূলক ইঞ্জিন চলাচল, কর্মকর্তাদের মিষ্টি বিতরণ

- Advertisement -

খুলনা প্রতিনিধি: খুলনা-মোংলা বন্দর রেললাইন নির্মাণ প্রকল্পের রেল লাইনের উপর প্রথমবারের মতো পরীক্ষামূলক রেল ইঞ্জিন চলাচল করেছে। রেলের কর্মকর্তারা মিষ্টি বিতরণ করে এ কার্যক্রমের সূচনা করেন।

বুধবার (১৮ জানুয়ারি) প্রকল্পের ফুলতলা এলাকায় রেল লাইনের উপর মোট ৫ কিলোমিটার পথে এ ইঞ্জিনটি চলাচল করে।

এ সময় ইঞ্জিন চালানোর মধ্য দিয়ে নতুন নির্মিত এ রেল লাইনের কার্যকারিতা পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় কোথাও কোনো ত্রুটি চোখে পড়েনি কর্মকর্তাদের।

খুলনা-মোংলা বন্দর রেললাইন নির্মাণ প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহমেদ হোসাইন মাসুম জানান, এ প্রকল্পের ৯৩ কিলোমিটার রেলপথের মধ্যে ৭৮ কিলোমিটার নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রকল্পের মোট অগ্রগতি ৯৬ শতাংশ। আগামী জুন মাসে এ লাইন দিয়ে রেল চলাচল করার কথা রয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষের বিষয়ে আশাবাদী তিনি।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত