Friday, April 19, 2024

যশোরে তিন লাখ টাকা যৌতুকের বলি হিসেবে ভ্রুণ হত্যার অভিযোগে আদালতে মামলা

- Advertisement -

যশোরে তিন লাখ টাকা যৌতুকের বলি হিসেবে নবাগত সন্তানকে (ভ্রুণ) হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার চাউলিয়া গ্রামের হারুনার রশিদের মেয়ে রিয়া খাতুন বৃহস্পতিবার স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশ যশোর জোনকে আদেশ দিয়েছেন।

- Advertisement -

আসামিরা হলো, একই উপজেলার রূপদিয়া গ্রামের আলমগীর হোসেন, তার স্ত্রী জোনাকী বেগম ও ছেলে সাকিব আল হাসান।

বাদী মামলায় বলেছেন, ২০২১ সালের ১২ জুন পারিবারিকভাবে রিয়া খাতুনকে বিয়ে করেন সাকিব আল হাসান। বিয়ের পর থেকেই ইজিবাইক কেনার জন্য স্ত্রীর রিয়ার কাছে তিন লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে সাকিব। রাজি না হওয়ায় বিভিন্ন সময় শারীরিক ও মানসিকজ নির্যাতন চালিয়ে আসছে। ফলে রিয়ার পিতা মেয়ের ভবিশ্যতের কথা চিন্তা জামাই সাকিবকে এক লাখ টাকা দেন। কিন্তু রিয়ার কাছে যৌতুক দাবির বিষয়ে নির্যাতন অব্যাহত রয়েছে। ফলে পিতা-মাতার কু-পরামর্শে যৌতুকের টাকা এনে দিতে না পারলে সাকিবকে অন্যত্র বিয়ে দিয়ে টাকার চাহিদা পূরণ করা হবে বলে রিয়াকে জানানো হয়। এরই মধ্যে রিয়া খাতুন গর্ভবতী হয়ে পড়েন। বিষয়টি জানতে রিয়াকে তিনজনে ধরে এলোপাতাড়ি মারপিট করে। কিন্তু রিয়ার তলপেটে লাথি মারায় মারাত্মক অসুস্থ্য হয়ে পড়েন। খবর পেয়ে তার পিতা-মাতা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কয়েকদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর পরিবারের লোকজনের সাথে আলোচনা করে আদালতে এই মামলা করেছেন।

রাতদিন সংবাদ/আর কে-১৪

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত