Friday, March 29, 2024

মোরেলগঞ্জে ৪ লক্ষ টাকার অবৈধ জাল  ভশ্মিভূত 

মোরলেগঞ্জ প্রতনিধিঃ বাগরেহাট জেলার মোরলেগঞ্জ উপজেলার পানগুছি নদী থেকে অবৈধ ৪ লক্ষ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ভশ্মিভূত করা হয়েছে।
মৎস্য সম্পদ রক্ষা ও এর বংশ বৃদ্ধরি জন্য সরকারি ভাবে এ বিশেষ অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তার বিনয় কুমার রায় এর  নেতৃত্বে  পানগুছি নদীতে অভিযান চালিয়ে চারটি জাল আটক করেন। আটককৃত জাল উপজেলার কোস্ট গার্ড সংলঘ্ন বালুর মাঠে আগুনে পুরে ভশ্মিভূত করা হয়। এসময় সাথে ছিলেন,
বাগরেহাট জলো সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম রাসলে। কচুয়া উপজলো সনিয়ির মৎস্য কর্মকর্তা প্রনাব কুমার রায় ও শরণখোলা স্টেশন  কোস্ট গার্ডরে কর্মকর্তারা মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক, যুগ্ন সম্পাদক সাইফুজ্জামান রিপন, ইনকিলাব প্রতিনিধি মেজবাহ ফাহাদ প্রমুখ।
আর কে-২২
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত