Thursday, April 25, 2024

ঘুনী দোলনঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে পাল্টা মামলা

যশোর সদর উপজেলার ঘুনী দোলনঘাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাত ১০ জানুয়ারী রাতে মামলাটি করেন ঘুনি দোলনঘাটা গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে রেজাউল করিম। মামলায় আসামী করেছেন, একই গ্রামের ছুরমান আলীর ছেলে হাবিবুর রহমান, একই গ্রামের আজিজুল হকের ছেলে জিহাদ হোসেন, আজিজুল হকের স্ত্রী শেফালী বেগম, মৃত মতলেব মোল্লার ছেলে আজিজুল হক, আজিজুল হকের মেয়ে ও নয়ন হোসেনের স্ত্রী লতা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামীদের সাথে জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। বাদির ভাই শহিদুল ইসলাম বাদী  হয়ে আসামীদের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতেএকটি মামলা চলমান রয়েছে। আসামীরা বাদীর ভাইকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বাদীল ভাই মামলা তুলতে রাজী না হওয়ায় গত ৮ জানুয়ারী দুপুর ১ টায় আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর ভাইয়ের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। এ সময় ভাইয়ের স্ত্রী সবুরোন নেছা ঠেকাতে গেলে তাকে মারপিট করে শ্লীলতাহানী ঘটায়। এ সময় সবুরোন নেছার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আসামীরা বাদির ভাই ফজলুর রহমানের ঘরে ঢুকে শোকেচের মধ্যে তাকা নগদ ১০ হাজার টাকা জোর করে নিয়ে যায়।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারী রাতে একই গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে কোতয়ালি থানায় শহিদুল ইসলাম মোল্লা, ফজলুর রহমান ও শহিদুল মোল্লার ছেলে শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করেন।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত