Saturday, April 20, 2024

যশোরে সৈনিক পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

যশোরে সৈনিক পদে চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার মণিরামপুরের ডাঙ্গা বহিষদিয়া গ্রামের মৃত আফসার আলী খাঁর ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি জাহাঙ্গীর হোসেন একই উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের মৃত আনসার আলী সরদারের ছেলে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামি জাহাঙ্গীর হোসেনের এক ভাগ্নে সেনাবাহিনীতে চাকরি করেন। সেই সুবাদে জাহাঙ্গীর হোসেন ২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ইকবাল হোসেনকে জানায় ১০ লাখ টাকা দিলে তার ছেলে বোরহান হোসেনকে সৈনিক পদে চাকরি দিয়ে দিবে। ইকবাল হোসেন আসামির কথায় বিশ্বাস করে গাছ ও জমি বিক্রি করে ১০ লাখ টাকা জোগাড় করে ওই বছরের ২৩ মে জাহাঙ্গীর হোসেনকে দেন। লিখিত চুক্তি অনুযায়ী বোরহানকে ১২ মাসের মধ্যে সৈনিক পদে যোগদান পত্র দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে জাহাঙ্গীর চাকরি দিতে ব্যর্থ হন। এরপর টাকা ফেরত চাওয়া হয়। জাহাঙ্গীর হোসেন টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকে। চলতি বছরের ৬ জানুয়ার সাক্ষীদের নিয়ে জাহাঙ্গীরের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। টাকা আদালতে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত