Friday, April 19, 2024

ঝিকরগাছার স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচনার মামলায় মেহেদীর বিরুদ্ধে চার্জশিট

ঝিকরগাছার স্কুলছাত্রী মারিয়া খাতুন আত্মহত্যা প্ররোচনার মামলায় কিশোর প্রেমিক মেহেদী হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন কুমার বিশ্বাস। অভিযুক্ত মেহেদী হাসান কাশিপুর গ্রামের রুহুল কুদ্দুস ওরফে বেড় খোকনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মরিয়া খাতুন কাশিপুর জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ছিল। আসামি মেহেদী হাসান একই স্কুলের ছাত্র ছিল। মেহেদী হাসান ফুসলিয়ে মারিয়া খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গোড়ে তোলে এবং বিভিন্ন সময় তার কাছ থেকে ৮ হাজার টাকা নেয়। মেহেদী আরও টাকা দাবি করে মারিয়ার সাথে মোবাইল ফোনের কথোপকথনের রেকর্ড বাড়ির লোজজনকে দিয়ে দেয়ার ভয় দেখায়। মারিয়ম তার ভয়ে বোনের গহন চুরি করে মেহেদীকে দেয়। বিষয়টি জানাজানির পর গহনা ও টাকা ফেরত চায়লে না দিয়ে ঘোরাতে থাকে। একপর্যায়ে মেহেদী হাসান মারিয়াকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বলে । মেহেদীর চাপে পড়ে ২০২২ সালের ২৩ আগস্ট সকালে বাড়ির লোকজনের অগোচরে ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে মারিয়া খাতুনের পিতা বাদী হয়ে আত্মহত্যার প্রোরচনার অভিযোগে ঝিকরগাছা থানায় মামলা করেন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত