Thursday, April 18, 2024

যশোরে ধর্ম মা বানিয়ে চার লাখ টাকা আত্মসাত, আদালতে মামলা

- Advertisement -

ধর্ম মায়ের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। এ অভিযোগে রোববার যশোরের আদালতে মামলা করেছেন মণিরামপুর উপজেলার ঝাপা বাজার এলাকার সুনিল পালের স্ত্রী গীতা রানী পাল। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মণিরামপুর থানা পুুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
অভিযুক্ত রকিবুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদী গ্রামের বাদশা ফকিরের ছেলে।
গীতা রানী পালের অভিযোগ, আসামি রকিবুল তার ছেলে মৃত্যুঞ্জয়ের পূর্ব পরিচিত। সেই সূত্র ধরে তার সাথে রকিবুলের পরিচয়। এক পর্যায়ে রকিবুল তাকে ধর্ম মা বলে সম্বোধন করেন। মৃত্যুঞ্জয় বিদেশে থাকার কারণে রকিবুলকে ছেলের মতো ভালোবাসতেন গীতা রানী। এরই মধ্যে নিজ দোকানে মালামাল উঠানোর জন্য গীতা রানীর কাছে পাঁচ লাখ টাকা ধার চান রকিবুল। ধর্ম ছেলে এই বিশ্বাস করে গত বছরের ১০ মার্চ রকিবুলকে ৫ লাখ টাকার পরিবর্তে চার লাখ টাকা ধার দেন গীতা রানী। এ সময় পরবর্তী ৫ মাসের মধ্যে ধারের টাকা পরিশোধের জন্য অঙ্গীকার করেন রকিবুল। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও গীতা রানীকে ধারের টাকা পরিশোধ করেননি। টাকা পরিশোধে তালবাহনা করতে থাকেন। সর্বশেষ গত ২০ ডিসেম্বর গীতা রানী ধারের টাকা দাবি করলে অস্বীকার করেন রকিবুল। এ কারণে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন গীতা রানী।

- Advertisement -

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত