Thursday, March 28, 2024

স্বাবলম্বী হতে যাচ্ছেন যশোরের ১৬০ নারী উদ্যোক্তা

- Advertisement -

ব্র্যাক ব্যাংক আর বিএফডিএসের যৌথ উদ্যোগ ‘স্বাবলম্বী তারা’। এ কর্মসূচিতে যুক্ত হলেন যশোরের ১৬০ জন নারী উদ্যোক্তা। এসব নারী উদ্যোক্তার আর্থিক ও জীবনযাত্রার প্রয়োজন পূরণ এবং ব্যবসার ক্ষেত্রে ব্যাংকিং চাহিদা মেটাবে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ কর্মসূচি। যা নারীদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে। নারীদের উদ্যোক্তা হতে ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি।

- Advertisement -

যশোরে নারীদের আর্থিক স্বাধীনতার লক্ষ্যে বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ক্যাফেটেরিয়া অডিটোরিয়ামে ‘স্বাবলস্বী তারা’ শীর্ষক দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)।

ব্র্যাক ব্যাংকের ‘তারা’ ব্যাংকিং সল্যুশন্সের আওতায় যশোরের ১৬০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) এর কেন্দ্রীয় সভাপতি ডাক্তার তানজিবা রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, স্বপ্ন মানুষকে সফলতার পথ দেখায়। ডিজিটাল কর্মকান্ডে যশোর বরাবরই পথিকৃৎ। নারী ফ্রিল্যান্সিংয়েও যশোর দৃষ্টান্ত হবে। সফল উদ্যোক্তা হতে দরকার দক্ষতা ও পরিকল্পনা। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ‘স্বাবলম্বী তারা’ কর্মসূচি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং জীবনের স্বপ্ন পূরণের মাধ্যম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ব্র্যাক ব্যাংক যশোরের ব্যবস্থাপক কাজী শাকিল আখতার ও বিএফডিএসের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন জয়। বিএফডিএস যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিবুর রহমান সভা সঞ্চালনা করেন। এ সময় বক্তৃতা করেন ব্র্যাক ব্যাংকের অপারেশন ম্যানেজার মাসুম বিল্লাহ, বিএফডিএস যশোর জেলা কমিটির সভাপতি শাহনুর শরিফ ও কার্যনির্বাহী কমিটির সদস্য সালমা খাতুন মনি ও বিএফডিএস খুলনার সভাপতি আব্দুল্লাহ ফরহাদ।

কর্মশালায় ফ্রিল্যান্সিংয়ের ইতিকথা সেশন তবিবুর রহমান, মার্কেট প্লেস (অ্যামাজান) সেশন ফিরোজ হোসেন, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ইমেজ প্রসেসিং সেশন হাসিব ইমতিয়াজ, সেটিং দ্যা উইনিং মাইন্ডসেট সেশন ডাক্তার তানজীবা রহমান, তারা ব্যাংকিং সেবা সেশন ব্র্যাক ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার সামিউল আলম পরিচালনা করেন ।

প্রশিক্ষণ শেষে নারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত