Thursday, April 25, 2024

নড়াইলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: বাংলাদেশের আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৪ জানুয়ারি)। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি সকল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠার শুরুতে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’। দেশ স্বাধীন হওয়ার পর এটি ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে কার্যক্রম শুরু করে।

ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কার্যক্রম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (০৪ জানুয়ারি)বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইল পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া ও সাধারণ সম্পাদক স্বপনিলসহ অন্যান্য নেতৃবৃবন্দ।

পরে রুপগঞ্জ বারের শিকদার প্লাজা চত্বরে আলোচনা সভা শেষে কেক কাটা, আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ নেয় জেলা আ. লীগ, মহিলা আ. লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত