Friday, March 29, 2024

কেশবপুরে মধুমেলার স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত

- Advertisement -

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে মধুমেলা উপলক্ষে রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত হয়েছে। মেলায় সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, শিশু বিনোদন, পার্কিং গ্যারেজ, ফার্ণিচারসহ বিভিন্ন স্টল বরাদ্দের জন্য ওই উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়।

- Advertisement -

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস প্রমুখ।

উন্মুক্ত ডাকে সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, পার্কিং গ্যারেজ স্টল পেয়েছেন মধ্যকুলের মফিজুর রহমান এবং শিশু বিনোদন ও ফার্ণিচার স্টল পেয়েছেন আলতাপোলের শহিদুজ্জামান শহিদ।
আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি এ মধুমেলা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত