Friday, April 26, 2024

বাংলার মাটিতে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আর হবেনা : রনজিৎ রায় এমপি

- Advertisement -

আজম খান বাঘারপাড়া: যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী। শনিবার বিকেলে যশোরের বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বের কাছে বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে। উন্নয়ন অগ্রযাত্রায় দেশ পিছিয়ে নাই। কোন অপশক্তির কাছে আওয়ামী লীগ মাথা নত করবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছে। মুক্ত বাজার অর্থনীতিতে শেখ হাসিনার আদর্শের পতাকা নিরাপদ। বিএনপি-জামাতের কঠোর সমালোচনা করে বলেন, স্বাধীনতা বিরোধী চক্র মাথাচাড়া দিয়েছে। বিএনপির নালিশ পার্টি ফুরিয়ে গেছে। এখন তাদের বায়না তত্বাবধায়ক সরকার। বাংলার মাটিতে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আর হবেনা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মুকিত সরকার, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলাইমান বিশ্বাস, বাঘারপাড়া পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, যশোর জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা।এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, আওয়ামী লীগ নেতা হরিপদ রায়, নিখিল আঢ্য, ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, মঞ্জুর রশিদ স্বপন, আমিনুর রহমান সরদার, রবিউল ইসলাম, জাকির হোসেন, আরিফুল ইসলাম তিব্বত, আসাদুজ্জামান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম ও আয়ুব হোসেন বাবলু, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক চন্দন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত