Saturday, April 20, 2024

নড়াইলে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম-সরকেলডাঙ্গা হাসানিয়া কওমি মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন সেফটি ট্যাংক থেকে কেরাত বিভাগের ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তার ময়নাতদন্ত শেষ হয়েছে। ছাত্রের নাম আবদুল্লাহ (১০)। সে কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রামের ইনছান গাজীর ছেলে। পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত আবদুল্লাহ শুক্রবার (৩০ ডিসেম্বর) এশার নামাজ জামাতে আদায় করে। তবে ঘটনার দিন নামাজের পর তাকে মাদরাসায় পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে রাত ৯টার দিকে অনেক খোঁজাখুজির পর মাদরাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পান শিক্ষক-শিক্ষার্থীরা। আবদুল্লাহ বাবা ইনছান গাজী বলেন, আমার ছেলের জ্বিনের সমস্যা আছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। মাদরাসার শিক্ষক মাওলানা মহিদুল ইসলাম বলেন, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে হঠাৎ করে আবদুল্লাহকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর ট্যাংকের মধ্যে তার লাশ পাওয়া যায়। তিনি জানান, ঘটনার দিন মাদরাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আবদুল্লাহর শরীরে সামান্য আঘাতের চিহৃ পাওয়া গেছে। তবে হত্যাকান্ডের মতো আলামত নয়। সন্দেহজনক হওয়ায় তার ময়নাতদন্ত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত