Friday, March 29, 2024

নড়াইলের দৈনিক ওশান পত্রিকার ৩০ বছরে পদার্পনে কেককাটা ও মতবিনিময় অনুষ্ঠান

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ওশান পত্রিকা ৩০ বছরে পদার্পন উপলক্ষে নড়াইল প্রেসক্লাবে কেক কাটার মাধ্যমে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে শনিবার (৩০ ডিসেম্বর) দৈনিক ওশান পত্রিকার ৩০ বছরে পদার্পন অনুষ্ঠানে অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান এবং নড়াইল পৌর মেয়র আনজুমান আরা। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ওশান পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড. মোঃ আলমগীর সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শামীমুল ইসলাম টুলু । দৈনিক ওশান পত্রিকার সম্পাদক এড. আলমগীর সিদ্দিকী স্বাগত বক্তব্যে বলেন, দৈনিক ওশান পত্রিকা ৩০ বছরে পদার্পন করল। ১৯৯৩ সালের ১লা জানুয়ারী প্রত্রিকাটির প্রকাশনা শুরু হয়। এ দীর্ঘ পথযাত্রায় নড়াইলের সাংবাদিকেরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় ছিলেন। পত্রিকাটি প্রকাশনাকালে লেটার প্রেসে পত্রিকা প্রকাশ করা হত। পরে সময়ের চাহিদা অনুযায়ী প্রত্রিকাটি অফসেটে প্রকাশিত হচ্ছে। আমি চেষ্টা করি প্রত্রিকাটির আধুনিকায়ন অব্যহত রাখতে। দৈনিক ওশান পত্রিকা অন লাইন সংষ্করনও আছে। আপনারা আমার অপারগতাকে আন্তরিকভাবে দেখে থাকেন। শত সমস্যা থাকলেও সাংবাদিক বন্ধুরা সাহায্য করে থাকেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। বিভিন্ন অফিস আদালত ও শুভাকাঙ্কিরা বিজ্ঞাপন দিয়ে প্রত্রিকার অর্থনীতিকে ধরে রাখায় সাহায্য সহযোগিতা করেন। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের নিকট ঋনী। দীর্ঘ পথযাত্রায় আপনাদের এ সহযোগিতা অব্যহত থাকবে বলে আশাকরি। ৩০ বর্ষে পদার্পনে আপনাদের সকলের সর্বাঙ্গীন সহযোগীতা কামনা করছি। ২০২৩ সালের সূচনালগ্নে আমরা সকলে ইনশাল্লাহ ভাল থাকব এ প্রত্যাশা রইল। অতিথিবৃন্দ পত্রিকাটির প্রকাশনার পাশাপাশি নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রদানের আশ্বাস দেন। আলোচনা সভা শেষে সম্মিলিতভাবে কেক কেটে এর শুভ কামনা করা হয়। উল্লেখ্য যে আজ শনিবার (৩০ ডিসেম্বর) সাংবাদিক কার্তিকদাস ও সুজয় বকসীর জন্মদিন থাকায় তাদের জন্মদিন উপলক্ষে শুভ কামনা করা হয় । অনুষ্ঠানে নড়াইল প্রেস ক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত