Saturday, April 20, 2024

নড়াইলে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখি পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতা ভিত্তি বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সংক্ষিপ্ত র্যাওলি বের হয়। র্যা লি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ২১ জন প্রতিবন্ধীদের মাঝে ১৯টি হুইল চেয়ার, একটি শ্রবণ যন্ত্র এবং একটি অক্সিলারী ক্র্যাচ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ করেন। পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, প্রতিবন্ধি সেবা ও সহায্য কেন্দ্র, নড়াইলের কর্মকর্তা ওবায়দুল্লা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত